ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ওই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সন্মেলন কক্ষ্যে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। “ মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, শিক্ষিকা শিরিন সুলতানা ও সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।