কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মোঃ আব্দুল আজিজের বাড়িতে অর্তকিতভাবে মোঃ বিল্লাল মিয়া ও তার সহযোগী সোহেল মিয়া , বাবুল মিয়া , নজরুল ইসলাম , রুবেল , ইব্রাহিমসহ ১৫-২০ জন লোক দেশীয় অ¯্র সজ্জিত হয়ে হামলা চালালে মহিলা সহ অন্তত ৮ জন আহত হয়েছে। গুরতর আহতরা হলেন মনি আক্তার (২০), নিলুফা আক্তার (৩০) রুমা আক্তার (২৮) জাহানারা বেগম (৬০) নাজমা আক্তার (৫০) বিল্লাল মিয়া (৪৮) খালেদা আক্তার (৪০) ও সোনিয়া আক্তার (১৭)। এদের মধ্যে জাহানারা ও রুমা আক্তারকে বাজিতপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিল্লাল মিয়ার লোকজন মোঃ দেলোয়ার হোসেনের ঘর থেকে নগদ ৫ লাখ টাকা স্বর্নালংকার, আব্দুল আজিজের ঘর থেকে ২ ভরি ওজনের স্বর্নালংকার , আনোয়ার হোসেনের ঘর থেকে নগদ টাকা, ইমরান হোসেনের একটি অটো রিকসা ভাংচুর ও ৫টি ঘর ভাংচুর করেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে আব্দুল আজিজ বাদী হয়ে বিল্লাল মিয়াকে প্রধান আসামী করে সোহেল মিয়া, বাবুল মিয়া , নজরুল ইসলাম , রুবেল , ইব্রাহিম মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে বাজিতপুর থানায় গতকাল দুপুরে একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন।