কুমিল্লার হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ’মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। বিশেষ অতিথি ছিলেনে- সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, আরএমও ডা. মো. শহিদুল্লাহ, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন, এস আই অহেদ মুরাদ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার প্রমুখ। সভায় সাংবাদিক জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।