“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল মতিন, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, পৌর মেয়র এ্যাড. শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক রাজিউর রহমানসহ অন্যন্যরা।