কচুয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোঃ আফজাল হেসেন ডাকুয়া (৬৫)গতকাল রাত ৮.১০মিনিটে খুলনা সিটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহে----রাজেউন)। অবসর প্রাপ্ত সৈনিক আর্মি অফিসার থাকার কারনে গতকাল সকালে তাকে তার নিজ বাড়িতে রাস্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার জানানো হয়। পরে তাকে কচুয়া মাজেদা বেগম কলেজ মাঠে জানাজা নামাজ শেষে তাদের পারিবারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক স¯œÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়াছেন কচুয়া উপজেলা জাতীয় পার্টিও নেতৃবৃন্দ।বিবৃতি দাতারা হলেন-উপজেলা জাতীয় পার্টিও সাধারন সম্পাদক মিয়া নুরুল হুদা হাদী, সাংগঠানিক সম্পাদক সরদার নাজমুল হুদা তাপস, যুগ্ম সম্পাদক এনামুল হক বাচ্চু,একএম হাবিবুল্লাহ, মীর মোঃ পলাশ,মোঃ হাফিজুর রহমান, সালাম তালুকদার, মোঃ সোহরাব হোসেন,ডাঃ এশারাত আলী,মোঃ শাহআলমশাহীন,শরীফুল ইসলাম সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।