কলারোয়ায় নিয়মিত মামলার তিন আসামি আটক হয়েছে। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এসআই সুবির কুমার ঘোষ, এসআই রইচ উদ্দিন সংঙ্গীয় এএসআই বাবর আলী সহ ফোর্সের সহায়তায় উপজেলার পুটুনী গ্রামের বাবুর আলীর ছেলে নাজমুল হাসান (২০), একই গ্রামের আবদুল করিমের ছেলে রাকিব হোসেন (১৭), চন্দনপুর গ্রামের রফিকুল সরদারের ছেলে ইয়াছিন সরদার (২২)কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।