১লা জানুয়ারী বুধবার কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ ওয়াহেদ আলী, উপজেলা ছাত্র সমাজ সভাপতি লিটন আহম্মেদ. সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেল, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এরশাদুল হক খোকা ও সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ প্রমূখ। এ সময় জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্র্মীদের উপস্থিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা কাটেন উপজেলার নেতৃবৃন্দগণ।