জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা সহ ছাত্রদলের কমপক্ষে ২০ কর্মী আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ১০ ছাত্রদল কর্মিকেগ্রেফতার করেছে।
আটক নেতা কর্মিরা হল বগুড়া সদরের সরলপুরের আবু বক্করের ছেলে আরাফাত আলী ( ১৭) ও জাহাঙ্গীর আলমের ছেলে রাসেদুল ( ১৭),নিশিন্দারার রমজান আলীর ছেলে জুবাইল আলী ( ১৮), শাখারিয়া উলিপুরের আবদুস সামাদের ছেলে রাহিদ (১৬) ও আবদুল বাছেদের ছেলে শাকিল (১৭), বগুড়া শহরের দত্ত্ববাড়ির শামীমের ছেলে সাব্বির ( ১৯)। এছাড়াও ধুনট উপজেলা থেকে আসা ধুনটের পাথুরিঘাটা গ্রামের রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ও খলিলুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২০) সহ একই উপজেলার কর্মকর্তা পাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফারদিন ( ১৭) ও বিল চাপড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আলাল (২০)।
এদিকে ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মুল অনুষ্ঠানস্থল বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার আগে বিভিন্ন স্থান থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দিতে দিতে শহরের কেন্দ্রস্থল শহীদ খোকন পার্কের খোলা চত্বরে সমবেত হতে থাকে। এদিকে অপর একটি প্রত্যক্ষদর্শী সূত্র জানান, এ সময় সরকারী আজিজুল হক কলেজ ছাত্র দলের একটি মিছিল শহরের প্রানকেন্দ্র সাতমাথা দিয়ে খোকন পার্ক এলাকায় পৌছলে হঠাৎ করেই সেখানে থাকা আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠে।
বেলা ১২টার দিকে খোকন পার্ক চত্বর ছাত্রদলের তরুণ ও কিশোর বয়সী কর্মিদের দ্বারা পরিপর্ণ হয়ে গেলে একদল কর্মী ওই পার্কের শহীদ মিনারের ওপরে উঠে দাঁড়ায়। এ সময় পুলিশ শহীদ মিনারের ওপর থেকে কর্মিদের নেমে যাওয়ার নির্দেশ দিলেও কেউ তা’ শোনেনি।
কিছুক্ষণ পর পুলিশ শহীদ মিনারে ওঠাকে কেন্দ্্র করে পুলিশ লাঠিচার্জ শুরু করলে দৌড়াদৌড়ি করে সরে যাবার সময় ধাক্কাধাক্কি ও পুলিশের লাঠি পেটায় ছাত্রদলের কমপক্ষে ২০ কর্মী আহত হয়।
হুড়াহুড়িতে সিনিয়র পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী ও ১ হাবিলদার সহ আরো ২ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্য পারভেজ নামের এক পুলিশ সদস্যর মাথা কেটে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পুলিশের সাথে এই হাঙ্গামার পরও বগুড়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ন কর্মসূচি পালন করে। শহরের নবাববাড়ী সড়কের দলীয় অফিসের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ শেষে ফিরে যাবার সময় পুলিশ ১০ ছাত্রদল নেতা কর্মীকে আটক করে।
বগুড়া জেলা বিএনপির সিনিয়র নেতা এম আর ইসলাম স্বাধীন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ইসলাম সওদাগর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান ছাত্রদলের ওপর বিনা উস্কানিতে পুলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেণ।