রংপুরের পীরগাছায় সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেজের পিছলে হাজী পাড়া নামক এলাকায় প্রধান অতিথি হিসেবে এ স্কুলের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহম্মেদের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ছফের উদ্দিন, অবসরপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরামের পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক এরশাদুল হক বকুল, পীরগাছা জেএন স্কুলের সহকারি শিক্ষক হাফিজার রহমান, আলমগীর হোসেন, সুন্দরগঞ্জ শিশু কানন আদর্শ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক বাবু জয়ন্ত সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।