নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক জীবন রঙ্গীন। এরকম নানা স্লোগান নিয়ে বই উৎসব করেছে পীরগাছা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া, পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মতিয়ার রহমান, সাংবাদিক তাজরুল ইসলাম প্রমুখ। এসময় ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির এক হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরন করা হয়। এছাড়াও উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক, ৭০টি বে-সরকারি, ৬৬টি কিন্ডার গার্টেনসহ সকল মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে বই বিতরন করা হয়।