শ্রীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যাল এন্ড কলেজে মুন্সীগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ৬টি বিদ্যালয়ের ১১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার বৃত্তির এ চেক বিতরন করা হয়। ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান তালুকদারের সভাপতিত্বে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, আমিনুল ইসলাম মাষ্টার, মাসুদ মোল্লা, ইউপি সদস্য নাজিম সর্দার, আজিজুল ইসলাম, আঃ হাই, মুক্তিযোদ্ধা সাজাহান সর্দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম পাপ্পু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুমন শেখ, শ্রমিক লীগের সভাপতি স্বপন খান, সাইফুল ইসলাম টিপু, মোঃ ফারুক আহম্মদ, গোবিন্দ্র চন্দ্র বর্মন, মজনু শেখ, তানভীর আহমেদ রবিন, শাহ আলম মোড়ল, কাইয়ুম কবির প্রমুখ।