বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বড়াাইগ্রাম উপজেলা বনিক সমিতির এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির সভাপতি ফজলুর রহমান তারেকের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র অধ্যাপক এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও মহিবুর রহমান, ডাক্তার রুস্তম আলী, সমিতির সাবেক সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন ও সমিতির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান গাজী বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য রেলি বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।