গাইবান্ধার গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উপলক্ষে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার অংশ হিসেবে গত ১ লা জানুয়ারী বুধবার সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুব উল আলম, অভিভাবক শহিদুল ইসলাম প্রমূখ।
বই বিতরনের পর প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফী দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।