তেতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবুল কাসেম কালিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাভাপতি অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও আ.লীগ নেতা মোঃ আয়ূব আলী মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোল্লাহাটের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল মিয়া, আ.লীগ নেতা মোঃ রশিদুজ্জামান, মোঃ নাসির মিয়া, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আকাশ, হাজী শাহাবুদ্দিন, মোঃ মনিরুজ্জামান মোল্লা, শেখ সহিদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোক্তাদের হোসেন শেখ ও হারুন অর রশিদ শেখ, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও এস,এম, মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ লাভলু মোল্লা।