মোল্লাহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় গাড়ফা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও শিক্ষার্থী অভিভাবক মোঃ মিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক কিশোর কুমার রায়, সাংবাদিক শেখ শাহিনুর উসলাম শাহিন ও এস,এম মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাব বৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আজিজুর রহমান মোল্লা।
উল্লেখ্য, এর পূর্বে সকাল ১০টায় উদয়পুর গোলারচক মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়।