‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’Ñ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন প্রমুখ।