টাঙ্গাইলে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের সিলমী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেনÑ টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ টাঙ্গাইল জেলা বিএনপি’র সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাদেকুল ইসলাম খোকা, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফিক, প্রমুখ।
এ সময় জেলা বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।