শিশুদের এমন অনুভুতি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলে, প্রতি বছর এই দিনটি আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি। কারণ এদিন স্যার আপা বড় স্যাররাসহ উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানসহ অনেক বড় মাপের লোকেরা আমাদের বিদ্যালয়ে আসে বই দেওয়ার জন্য । এদিন তারা অনেক সন্দুর সন্দুর কথা বলে আমাদের খোজ খবর নেয়। এছাড়াও এদিন আমরা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করি। এ কথা ও অনুভুতি গুলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌরশহরের প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের বই বিতরণের আগে ও পরের।
নতুন বছরের ১ জানুয়ারী বুধবার সারা দেশের ন্যায় রাণীশংকৈল উপজেলায় এক যোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন সাবেক সাংসদ ইয়াসিন আলী উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন উপজেলা শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মন্জুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার,সহকারী শিক্ষা অফিসার বেলাল উদ্দীন সাংবাদিক বিজয় রায়সহ ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য প্রমূখ।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,প্রাথমিকের সরকারী বিদ্যালয় ১৫৭টি বে-সরকারী ৩৫টি কিন্ডার গার্ডেন ৫০টি। এবং মাধ্যমিকে নিন্ম মাধ্যমিক ১৪টি মাধ্যমিক ৪৭টি বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, বিনামুল্যে বই বিতরণের জনক জননেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে স্বু- শিক্ষিত করার লক্ষে। সারা দেশে এক যোগে বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের বিনা মুল্যে বই দিয়ে পড়াশুনায় আগ্রহ বাড়ার জন্য। এমন উদ্যোগ নিয়ে সমগ্রহ দেশকে এক উৎসবে পরিণত করেছেন। যা আমরাসহ শিক্ষার্থীরাও উপভোগ করছি।
এদিকে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাফিজ উদ্দীন আহম্মেদ শিশুদের নতুন বই হাতে তুলে দেন এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মতিউর রহমান, প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারী,সদস্য আব্দুল জলিল,শিক্ষক জিয়াউর রহমান, মোশাররফ হোসেন, আহসান হাবীব, লাভলী, আখি লিলি প্রমুখ। বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন এবং বলেন-শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, বছরের শুরুতে শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে আনন্দ উপলব্ধি করছি।