শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। শিক্ষাজীবন বাধাগ্রস্ত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাছাড়া মন্ত্রিসভা রদবলের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই তিনি যা ভালো মনে করেন, সেটা করবেন।’
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নতুন বই উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থী কিংবা কাউকে জিম্মি করে কোনও কর্মসূচি না দেওয়ার জন্য সব মহলকে আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময় কোনও দাবি দাওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ বর্তমান সরকার সবসময় শিক্ষা বিষয়ে গুরুত্ব দেয়। তাই কোনও দাবি দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে। এরপর সেগুলো যুক্তিসঙ্গত হলে তা বিবেচনায় নিয়ে দেখা হবে। তাছাড়া মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। কারণ শিক্ষাই জাতির মেরুদ-।’ এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এর আগে বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন তিনি।
সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকবিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সি সাহাবুদ্দীন আহম্মেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সাভার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা।