ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক অধ্যাপক আবু সারা শামসুর রউফকে একটি নির্দিষ্ট ব্যাচের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘পিএচটি ৬০২’, ও ‘পিএচটি ৬০৬’ কোর্সের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় নম্বর কম পাওয়ায় কোর্স শিক্ষকের কাছে খাতা দেখতে চেয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী। কিন্তু ওই শিক্ষক খাতা না দেখিয়ে উল্টো তাদের হুমকি দেন। এর আগেও তিনি ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের কম নম্বর দেওয়াসহ ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ৯ জন শিক্ষার্থী বিভাগীয় চেয়ারম্যান বরাবর একাধিক লিখিত অভিযোগ দিলেও তিনি এর কোনো প্রতিকার করেননি। সর্বশেষ তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপাচার্য বিভাগীয় চেয়ারম্যান ও ফার্মেসি অনুষদের ডিনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় ওই শিক্ষককে সংশ্লিষ্ট ব্যাচের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার বলেন, ‘বেশ কিছুদিন আগে শিক্ষার্থীরা পরীক্ষায় নম্বর কম দেওয়ার বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগও জানান। উপাচার্য ফার্মেসি অনুষদের ডিন ও আমাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে অধ্যাপক আবু সারা শামসুর রউফ কোনও ধরণের সহযোগিতা করেননি। পরে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় শিক্ষকরা সংশ্লিষ্ট ওই কোর্সের ক্লাস ও পরীক্ষা থেকে তাকে (রউফ) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।’
এ ব্যাপারে জানার জন্য অধ্যাপক আবু সারা শামসুর রউফের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।