বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো শ্রীমঙ্গলেও বই উৎসব ২০২০ পালিত হচ্ছে। আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শ্রীমঙ্গল টিচার্স কালচারাল ক্লাবের সাংস্কৃতিক অনু্ষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সুচনা হয়।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বই উৎসবে বক্তব্য রাখেন স্হানিয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার।
বই উৎসবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. মাহমুদুর রহমান মামুন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা খুব খুশী।
এর আগে শ্রীমঙ্গল টিচার্স কালচারাল ক্লাব কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান ও সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশন করে দুই ঘন্টা মাতিয়ে রাখেন অনু্ষ্ঠানস্হল।
বই উৎসবে জানানো হয়, বই উৎসব ২০২০ উপলক্ষে এবার শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী ও দাখিল পর্যায়ে মোট ৬ লাখ ৪০ হাজার ২২৩ টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এরমধ্যে প্রাথমিকে ১ লাখ ৯৩ হাজার ১১১ টি, মাধ্যমিকে ৩ লাখ ৯৩ হাজার ৫৮৮টি, দাখিলে ৩৩ হাজার ৪৫০টি ও এবতেদায়ীতে ২০ হাজার ৭৪টি বই বিতরন করা হয়েছে।