সারাদেশের ন্যায় কুমিল্লার হোমনায় কঁচি-কাঁচা শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দিয়ে পালন করা হয়েছে বই উৎসব। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম এই বই উৎসবের উদ্বোধন করেন।
গতকাল বুধবার সকালে হোমনা টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট, হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে একযোগে এই বই উৎসবের উদ্বোধন করা হয়। উপজেলায় ১৭ মাধ্যমিক বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাস, ২টি ভোকেশনাল, ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬৫টি কিন্ডার গার্টেন ও ৯টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এ বছর প্রাথমিকের ৩০ হাজার ৪৯২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৪৯ হাজার ১৭২টি এবং মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ী স্তরের ২২ হাজার ৭৪৮ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ১২ হাজার ৮৪৭ টি বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উৎসবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, মডেল সরকারী প্রাথমিক কিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন।