কসবা শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুলে আনন্দঘন পরিবেশে সকাল ১০ টায় শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি রাশেদুল কাওসার ভুইয়া জীবন বলেন, সবার জন্য শিক্ষা এ কর্মসূচিকে বাস্তবায়ন করতে সরকার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথম দিনই শিশুদের হাতে বই পৌছানো নিশ্চিত করেছে। তিনি ২০১৯ সালেও সিডিসি স্কুল ৫ম শ্রেণির সমাপনীতে ৫৯ জনের মধ্যে ৩৯ জন জিপিএ ৫ পাওয়ায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং বিগত ৩৩ বছরে সিডিসি স্কুলে শিক্ষা ও সাংস্কৃতি ক্ষেত্রে অবদানের বিষয়গুলো তুলে এবং ভূঁইশী প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. হানিফ ভুইয়া, তারেক মাহমুদ, আলী রেজা পলাশ, মো. ইব্রাহিম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল।
এদিকে কসবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আনন্দঘন পরিবেশে বই উৎসব করে। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।