নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিক ভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বই উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। এছাড়াও উপজেলার প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্ব স্ব প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অতিথিরা জানান, বছরের শুরু থেকেই তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোন বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।