নোয়াখালী সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট নামার বাজারস্থ ইসলামিয়া ক্যাডেট মাদরাসা ও ফাতেমাতুজ জাহ্রা মহিলা মাদরাসার তিন তলা থেকে পড়ে আহত ছাত্র মোঃ সাইফুল ইসলাম (১৪) চিকিৎসার্ধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে মারাগেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো দুইজনে। এরআগে সোমবার রাতে ভবনের তিনতলা থেকে পড়ে মোঃ জহিরুল ইসলাম প্রকাশ সাজিদ (১৬) ঘটনাস্থলেই মারা গিয়েছিলো।
এঘটনায় জহিরুল ইসলাম সাজিদের পিতা আবুল কাশেম বাদি হয়ে মাদরাসার প্রিন্সিপাল শহীদুল ইমলামকে প্রধান আসামী করে মাদরাসার ১১ শিক্ষকের বিরুদ্ধে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-১ তারিখ ০১/০১/২০১২ইং।
নিহত ছাত্র মোঃ জহিরুল ইসলাম প্রকাশ সাজিদের বাড়ি সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডের অস্ট্রোদ্রোণ গ্রামে সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। সাজিদ বিগত ৪ বছর ধরে ওই মাদরাসায় আবাসিক ছাত্র হিসাবে পড়া লেখা করছিলে। এবং নিহত মোঃ সাইফুল ইসলামের বাড়ি একই উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জুড়তুলা গ্রামে । সে ওই গ্রামের শাহ আলমের ছেলে। সাইফুল বিগত (২০)দিন আেেগ ২য় জামায়াতে আবাসিক ছাত্র হিসাবে ভর্তি হয়।
ওসির দায়িত্বে থাকার ওসির দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, নিহতদেরলাশ উদ্ধার কওে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনালের হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় হত্যা মমালা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।