ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসার মক্তব শ্রেনীর শিশু ছাত্র আব্দুর রহমান (৯) বলৎকার ও হত্যা ঘটনায় বুধবার দুই শিক্ষককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। শিক্ষকরা হলেন- উক্ত মাদ্রাসার মাওঃ আসাদ হোসাইন ও মাওঃ মুহতাসিম বিল্লাহ। চরভদ্রাসন থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আঃ গাফ্ফার সাত দিনের রিমান্ড চেয়ে ওই দুই শিক্ষককে ফরিদপুর ৮ নং আমলী আদালতে প্রেরন করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওরব চন্দ্র সাহা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযোগ রয়েছে, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে মাদ্রসার মধ্যে শিশু ছাত্র আব্দুর রহমান বলৎকারের শিকার হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় পরের দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ব্যপারে নিহত শিশুর পিতা মাওঃ আঃ সোবহান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। মামলা নং-০৮, তাং-২৬/১২/২০১৯ খ্রি.। এ মামলায় সন্দেভাজন দুই শিক্ষককে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারক তা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।