দৌলতপুর(কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে সাজেদা ফাউন্ডেশনের কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় শীতার্ত অসহায় দুস্থ প্রায় শতাধিক পরিবারের মধ্যে শীববস্ত্র কম্বল ও কানটুপি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুকদেব হালদার, সাজেদা ফাউন্ডেশনের প্রাগপুর শাখার ম্যানেজার মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ গোলাম মওলা, মোঃ সিদ্দিকুর রহমান, সৈয়দ আব্দুল কাদের, মোঃ আকমল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক রিচু, রাজেকুল আমিন।