কালিগঞ্জের নলতা হাটখোলার দক্ষিণ পার্শ্বে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি'র নিজস্ব ৩ শতক জায়গার উপর তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট নলতা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে (৩১ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ আব্দুল্লাহ মোড়ল, আব্দুল মোনায়েম,সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড়, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, আওয়ামীলীগ নেতা গোলাম মহিউদ্দিন, ইব্রাহীম খলিল, সিরাজুল ইসলাম পাড়, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, মো. সাইদুল ইসলাম সরদার, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান।