জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কমেছে শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যা। এর মধ্যে জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে পাস করেছে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী। যা গতবারের চেয়ে ২ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট বেশি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এবার পাস করেছে ৫ হাজার ২৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী। পাস করতে পারেনি ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ। গত বছর পাস করেছিল জেএসসি-জেডিসিতে ৪ হাজার ৭৬৯ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী। ফেল করেছিল ৪৩ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৪ বেড়েছে। শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১০টি।
এদিকে জেএসসিতে পাস করেছে ঢাকা বোর্ডের ৩২৭, রাজশাহীর ৮২০, কুমিল্লার ২৩৯ এবং যশোর বোর্ডের ৪৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডের ১০২, বরিশালে ৭৮৩, সিলেটে ১৭৬, দিনাজপুরে ২৮৪, ময়মনসিংহ বোর্ডের ১৭৩ এবং মাদ্রাসা বোর্ডের এক হাজার ৮৪৩ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী।
অপরদিকে জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি মাদ্রাসা বোর্ডের ১৯, দিনাজপুর বোর্ডের ৯, ঢাকা ও রাজশাহী বোর্ডের দুটি করে এবং ময়মনসিংহ বোর্ডের একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী।