বাগেরহাটের শরণখোলায় শীতার্তদের মাঝে মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তাফালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারসহ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম,এখালেক খান, তাফালবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মানিক চাদ রায়, সাংবাদিক নজরুল ইসলাম আকন, মুক্তিযোদ্ধা জামাল জমাদ্দার, প্রজন্ম সংসদের সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।