তালা উপজেলা কৃষকলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা মঙ্গলবার সন্ধা ৬টায় পাটকেলঘাটা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এড.শেখ আব্দুস সামাদ,অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড.নরনারায়ন ঘোষ, অধ্যাপক স.ম আতিয়ার রহমান, প্রধান শিক্ষক বাবলুর রহমান, তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক আমিনুজ্জামান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, হোসনেয়ারা খানম, যুবনেতা কুমার ইন্দ্রজৎ সাধু, আফজাল হোসেন, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মতিয়ার রহমান,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনি, লিটন হোসেন, বাবলুর রহমান, নাজমুল হাসান মিঠু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ।