পাবলিক পরীক্ষাসহ সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে মাতামাতি না করে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন শক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, আগামী বছর থেকে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল ৫ ভিত্তিক জিপিএর বদলে ৪ ভিত্তিক জিপিএতে দেওয়া শুরু করা যাবে। এবার জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে পাস করেছে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।
দীপু মনি বলেন, ‘আমার মনে হয় আমরা জিপিএ-৫ নিয়ে যত কম কথা বলবো তত আমাদের শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার ভালো হবে। জিপিএ-৫ এর উন্মাদনা আমাদের শিশু শিক্ষার্থীদের পুরো শিক্ষা জীবনটাকে নিরানন্দময়তো করছেই, তার সঙ্গে বিষিয়ে দিচ্ছি প্রায়। পরিবারের দিক থেকে, বন্ধু-বান্ধবের দিক থেকে তাদের উপর যে অবিশ্বাস্য রকমের চাপ তাতে জিপিএ-৫ই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। তাই জিপিএ-৫ জিনিসটা আমাদের মাথা থেকে বের করে দেওয়া উচিত। বরং শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখছে কি না, তাদের নিজেদের যে প্রতিভা আছে সেটি বিকশিত করার ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারছি কি না, এই বিষয়গুলোই মুখ্য হওয়া উচিত।’
পাবলিক পরীক্ষার বিষয় কমানোর প্রসঙ্গ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এখন কিছু বিষয় ধারাবাহিক মূল্যায়নে নিয়ে এসেছি। একসময় ধারাবাহিক মুল্যায়নে বাচ্চারা সে কাজগুলো করতো না। কিন্তু নম্বর যুক্ত হয়ে যেত। এখন আর তার কোনো সুযোগ থাকছে না। কারন নতুন এই ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি পরীক্ষা করে দেখা হয়েছে। পাইলটিং হয়েছে, আমরা চালু করছি, সেখানে কিন্তু তাদের প্রতিটি কাজই প্রতিদিন করতে হবে এবং শিক্ষকদের সেগুলো ডিজিটালি ইনপুট দিয়ে দিতে হবে।’
২০২০ সাল থেকে জিপিএ-৪ এ মূল্যায়ন
শিক্ষামন্ত্রী জানান, ২০২০ সাল থেকে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ৫ ভিত্তিক জিপিএর পরিবর্তে ৪ ভিত্তিক জিপিএতে কার্যকর করা হতে পারে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এ বছর কার্যকর করতে পারি কি না, কিন্তু বেশি তাড়াহুড়ো করে একটা জিনিস পরিবর্তন করা- এটা বোধহয় সমীচীন হবে না। আমরা পুরোটাই বিশ্লেষণ করে দেখে আগামী বছর থেকে শুরু করব বলে আশা করছি। পাবলিক পরীক্ষা ছাড়া সমাপনী পরীক্ষাগুলোতে পুরো গ্রেডিং সিস্টেমটা তুলে দিয়ে কীভাবে মূল্যায়ন করতে পারি সে বিষয়ে প্রধানমন্ত্রীও দিকনির্দেশনা দিয়েছেন, আমরা সেটি নিয়ে কাজ করছি।’
শিক্ষামন্ত্রীর ভাষ্য, ‘শিক্ষার ক্ষেত্রে তারা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন, মানের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছেন। সেখানে পুরো মাইন্ডসেটটা পরিবর্তন করে দেখতে হবে কোন কোন বিষয়গুলোতে জোর দেব, কোনগুলোকে বড় করে দেখব।’