নেত্রকোনার পূর্বধলায় বেসরকারি সাহায্য সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র(র্ডপ)ঋতু প্রকল্পের উদ্দ্যোগে স্কুলে এম এইচ এম বান্ধব টয়লেট বিষয়ক সরকারি পরিপত্র বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার ও স্টেকহোল্ডারদের সাথে উপজেলা পরিষদ মিলনায়নে (৩১ ডিসেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম’র সভাপতিত্বে ঋতু প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবীর’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলম সুজন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর দিদার উদ্দিন, ঘাগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব, ঘাগড়া এস এম সি সভাপতি আ: রব তালুকদার, পাবই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেম উদ্দিন, জারিয়া ইউ পি চেয়ারম্যান মাজেদা খাতুন প্রমুখ।