কসবায় মঙ্গলবার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা দি সোশ্যাল এন্ড হিউম্যান এন্ড হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব গুরিয়ারুপ এর উদ্যাগে এ বৃত্তি দেওয়া হয়েছে।
মেজর (অব:) আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া জীবন। অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম. জি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, দি কসবা কো-অপারেটিভ লিমিটেড এর চেয়ারম্যান শওকত রেজা রতন, কসবা পৌরসভার কাউন্সিলর মো. এনামুল হক, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির খান।
বক্তব্য রাখেন. সংগঠনের সভাপতি মোহাম্মদ মোশাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, মনির হোসেন সরকার, সানু মিয়া, প্রমুখ।
অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৯জন ও প্রাথমিক বিদ্যালয়ের ৯জনকে মেধাবৃত্তি দেয়া হয়েছে। এ ছাড়াও এলাকার দুইজন কৃতি শিক্ষার্থী এবং গুরিয়ারুপ এতিমখানার তিনজন ছাত্রকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ৪০জন শিক্ষার্থীর মাঝে ৪০কপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী বই উপহার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে এলাকার পেশাজীবী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।