কচুয়ায় দিনের বেলায় এক দুর্ধস্য চুরি সংঘটিত হয়, দূর্বিত্তরা প্রায় ২লক্ষ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। জানা যায় যে, কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিবাহ রেজিষ্টার ও শিক্ষক এসএম রফিকুল ইসলামের বাড়িতে বাধাল বাজারের নিকটে গতকাল সকাল ৯টা থেকে ১টার মধ্যে এক দুর্ধস্য চুরি সংঘটিত হয়। বাড়ির মালিক বাধাল ইউনিয়নের কাজী ও শিক্ষক এসএম রফিকুল ইসলাম চিংড়াখালী মাধ্যমিক বিদ্যলয়ে চাকুরি করার সুবাদে সকাল ৯টায় চাকুরিস্থলে চলে যান,কাজী সাহেবের ছেলে মাহামুদুল হাসান বাধাল বাজারে নিজেদের দোকান বিসমিল্লাহ হার্ডওয়াডে চলে যান, এবং কাজী সাহেবের স্ত্রী মাহাবুবা আক্তার পুত্রবধু হাফসা খাতুনকে নিয়ে বাগেরহাট আলিয়া মাদ্রসায় পড়াশুনার জন্য যান এই সুবাদে দুূর্বিত্তরা ঘরের দরজা খুলে ঘরে ঢুকে ২টি স্টিলের আলমিরা, ১টি স্টিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৪০ হাজার ও ১টি স্বর্ণের হাড়,২টি স্বর্ণের রুলি,১ জোড়া স্বর্ণের ঝুমকা, ৩টি স্বর্ণেও আংটি ও ১টি স্বর্ণের টিকলি মোট প্রায় ২লক্ষ টাকার মালামাল দুর্বিত্তরা চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে কাজী নিজে বাদী হয়ে কচুয়া থানায় সাধারন ডাইরী করেন।