ঘুর্নিঝড় বুলবুল এ লন্ডভন্ড হয়ে যাওয়া উপকুলবর্তী শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য পুনবার্সনমুলক বিশেষ প্রকল্প সম্পন্ন হয়েছে। নারী প্রধানসহ সাধারন পরিবাগুলোর জন্য বসত ঘর মোরমতে নগদ সহায়তা প্রদানসহ বিভিন্ন ধরনের উপকরন বিতরন করা হয় এ প্রকল্পের আওতায়। অক্সফামের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশলীন প্রকল্পটি বাস্তাবান করে।
এ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচশত নারী প্রধান পরিবারকে পরিবারপিছু নগদ দশ হাজার করে মোট ৫০ লাখ টাকা এবং ছয়শত সাধারন পরিবারগুলোকে সাড়ে চার হাজার টাকার নগদ সহায়তা ছাড়াও খাবার পানি সংরক্ষনের কন্টেইনারসহ বিভিন্ন উপকরন দেয়া হয়। এদিকে সাইক্লোন বুলবুল এ ক্ষতিগ্রস্থদের সহায়তা কার্যক্রম সম্পন্ন হওয়া নিয়ে সুশীলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীসহ সুশীল সমাজ প্রতিনিধিদের উপস্থিতিতে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সেলিনা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় সুশীলনের নিজস্ব উৎস থেকে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে চিহ্নিত করে সুবিধাভোগীর আওতায় নেয়ার ঘটনার প্রশংসা করেন প্রধান অতিথিসহ জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা।
দ্বীপ ইউনিয়ন গাবুরা, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয় বলে জানান অনুষ্ঠানের মডারেটর ও সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান বাবলু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাব সভাপতি আকবর আলহাজ¦ আকবর কবীর, চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমাজসেবা অফিসার প্রেসক্লাব সম্পাদক জাহিদ সুমনসহ বিভিন্ন ইউনিনের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সুশীল সমাজ প্রতিনিধিরা।