বাদানুবাদের জড়িয়ে অষ্টম শ্রেনীতে পড়-য়া বিদ্যালয় ছাত্রীকে চড় মারার অপরাধে এইচএসসি পরীক্ষার্থী এমদাদুল হক টুটুলকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। টুটুল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আবদুর রবের ছেলে এবং মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা। ঘটনার শিকার কিশোরী উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বৈদ্য জানান ৩০ ডিসেম্বর সোমবার বিদ্যালয়ের বাষির্খ পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ধার্য্য ছিল। ফলাফল ঘোষনা শেষে বাড়িতে ফেরার সময় টুটুল মেয়েটির রাস্তা আটকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে দু’জন বাদনুবাদে জড়িয়ে পড়ার একপর্যায়ে টুটুল বান্ধবীদের উপস্থিতিতে ঐ ছাত্রীর মুখে চড় মারে। এখবর শুনে স্থানীয় ইউপি সদস্য আকবর পাঢ় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বখাটে টুটুলকে আটক করে শ্যামনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ আলহাজ¦ মোঃ নাজমুল হুদা জানিয়েছে ঘটনার শিকার কিশোরী নিজে বাদি হয়ে ইভটিচিং এর মামলা করায় আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।