গাইবান্ধার গোবিন্দগঞ্জে আর্দশ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ,সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান।
গত ৩০ ডিসেম্বর ২০১৯ইং হাসপাতাল মোড় আদর্শ প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১১ টায় অধ্যক্ষ মোঃ সাহিনুর জামান আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জে আর্দশ প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক,পারভেজ আলমগীর রুবেল,মাহমুদা বেগম,শ্যাফালী বেগম, সদারহাট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজুরুর রহমান, ছোটনাড়িচা গাড়ী প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষ আলী আজম রোস্তম , ৫নং ওয়ার্ড কাউসিলার শাহিন আকন্দ,সহকারি অধ্যাপক আয়নুলহুদা, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন,বীর মুক্তিযোদ্ধা গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কোষাধ্যক্ষ বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু, বিশেষ বক্তব্য রাখেন ,শামীম রেজা ও শামীমা নাসরিন শাপলা প্রমুখ।
অনুষ্ঠানে কোরানতেলাওয়াত করেন মোঃ রফিকুল ইসলাম রফিক ও গীতা পাঠ করেন শ্রী প্রীতম রায়।আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের ফলাফল ঘোষনা,বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।