গাইবাদ্ধা গোবিন্দগঞ্জে ভি পি সম্পত্তির লীজ জালিয়াতি অনধিকার র্চচা ও ভোগদলীয় পৈত্রিক সম্পতি ভূয়া জাল দলিলের মাধ্যমে হস্তান্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ। বার বার শালিশ দরবার করে কোন প্রতিকার মেলেনি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রতিকারের আসায় অভিযোগ হাতে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ভূক্তভোগী।
উপজেলার দরবস্ত ইউ পি চেয়ারম্যানের নিকট অভিযোগ সুত্রে জানাগেছে, রামনাথপুর গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে জয়নাল আবেদিন গংরা ১ একর জমি দির্ঘদিন থেকে ভোগদখল করে আসছে এবং প্রতি বৎসর লীজের টাকা পরিশোধ করেছেন এর কিছুদিন পর জানিতে পারে যে, তার বড় ভাই মৃত সাহেব আলীর ছেলে আব্দল জলিল গাছু গংরা গোপনে একক নামে ডিসিআর করে নেয়। এর প্রেক্ষিতে অত্র চেয়ারম্যান এর কার্যালয়ে দুটি সালিশের মাধ্যমে উভয় পক্ষের মাধ্যে মিমাংসা করে দিলে ও জলিল সালিশ উপেক্ষা করে জয়নাল আবেদিন এর নামে দুটি মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করে এবং বিভিন্ন হুমকি প্রদান করে আসছে।
অপরদিকে জয়নাল আবেদিন এর ৩৮ শতক ভোগদখলীর পৈত্রিক জমি হঠাৎ করে আব্দুল জলিল গাছু গংরা জোরপূর্বক বেদখল করে একই গ্রামের মজিবর রহমানের নিকট ৮শতক, নুরুন্নবীর নিকট ৬শতক, জেহেল ও কাদেরের নিকট ১৬ শতক এবং লাইলী বেগমের নিকট ৮ শতক জমি বিক্রিকরে এবং তাদেরকে ভোগদখলে ছেড়ে দেয়।
এদিকে ডিপি সম্পত্তির ১ একর জমির কেস নং ৪১/৮৬-৮৭ এর সাথে নাম সংযুক্ত করণের জন্য এবং লীজ নবায়নে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারি কমিশনারের নিকট বিভিন্ন সময়ে আবেদন করলে ও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ উপরোক্ত কাজে টালবাহনা করে আসছে বলে অভিযোগ উঠেছে।