উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সার্বিক অবস্হান ও অগ্রগতি অবহিতকরন সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১১ টায় এই সেমিনার অনু্ষ্ঠিত হয়।
মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউণ্ডেশনের সহযোগিতায় এবং এমসিডা'র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যাণ্ড মো. মাহমুদুর রহমান মামুন।
সেমিনারে প্রকল্পের সার্বিক অবস্হান ও অগ্রগতি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্হাপন করেন এমসিডা'র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো.মোরসালিন মুকিত।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।