পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে থানা প্রাঙ্গণে পঞ্চগড় জেলার পুলিশ সুপার এর উদ্দ্যেগে উপজেলার ছয় ইউনিয়নের ইউপি সদস্য কর্তৃক নির্বাচিত মোট ৪শ জন অসহায় গরীব শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় কর্মকর্তা ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন বাবু, গণমাধ্যমকর্মীগণ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।