পঞ্চগড়ের আটোয়ারীতে ভিক্ষুক পুর্নবাসন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন এর অর্থায়নে বে-সরকারি এনজিও প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেল পমেন্ট (ডিএফইডি) এর আয়োজনে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এই ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের অনুদান প্রদান করা হয়।
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেল পমেন্ট (ডিএফইডি) এর আটোয়ারী শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিজন ভিক্ষুককে ১৫ হাজার টাকা করে সঞ্চয় হিসেবে জমা রেখে নগদ ১০ হাজার করে টাকা প্রদান করেন এবং ভিুক্ষুকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, এরিয়া ম্যানেজার মোঃ রবিউল হক, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধূরী রকি, অনান্যের মধ্যে পঞ্চগড় জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এম, এ রতন, অফিসের অন্যান্য কর্মচারীরা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।