পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ দাবির লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা। গত ২০ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় যান না। তার কাছ থেকে সাতমেরা ইউনিয়নের কৃষকরা কোন প্রকার সুফল পাচ্ছেন না। কৃষি এবং কৃষকের উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় প্রকৃত কৃষকদের চিহ্নিত করে কৃষি কার্ড প্রদানের ঘোষনা দেয় সরকার। এই কৃষি কার্ড করতে গেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রতিটি কার্ডের বিপরীতে টাকা দাবি করেন। কয়েকজন কৃষক টাকা দিতে অস্বীকৃতি জানালে কৃষি কার্ড দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। কৃষকদের কাজে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে অভিযুক্ত কৃষি অফিসারের তদন্তপূর্বক শাস্তি দাবি করেন তারা। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় আমার পরিচিতি কম, এটা সত্য। এসব অভিযোগ প্রায়ই হয়ে থাকে। আমি কার কাছে ঘুষ নিয়েছি তা তদন্ত করুক।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হানিফ বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম রব্বানী বলেন, অভিযোগটি কৃষি কর্মকর্তাকে তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।