ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ বণ্যপ্রানী পাচার ও শিকার, চোরাচালান-বনজ সম্পদ ধ্বংস ও অবৈধ ভাবে বনে প্রবেশ ঠেকাতে সুন্দরবনে চলছে অভিযান ‘স্মার্ট পেট্রলিং’ । চলতি বছর গোটা সুন্দরবনে চলমান রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিশেষ নিরাপত্তা অভিযান ‘স্মার্ট পেট্রলিং’। এ জন্য সরকারের বন অধিদপ্তরের ব্যয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম এদুই বিভাগে ৮টি টিমের মাধ্যমে ‘স্মার্ট পেট্রলিং’ অভিযান শুরু করা হয়। অভিযানে বিশেষ প্রযুক্তি সাইবার ট্রাকিং পদ্বতিতে ব্যাবহার করা হচ্ছে। সুন্দরবনে বনজ সম্পদ ও বন প্রাণি সংরক্ষণে এ স্মার্ট পেট্রোলিং (স্পাসিয়াল মনিটরিং এনালাইজিং এ্যান্ড রিপোর্টিং টুলস) কর্মসূচীতে ৪ টি রেঞ্জের প্রতিটিতে ২টি করে সর্বমোট ৮ টি দল গঠন করা হয়েছে আর প্রতিটি দলে ১৫ জন সদস্য রয়েছেন। বন বিভাগ সুত্রে জানা গেছে একজন ফরেস্টার প্রতিটি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতি টিমে দুটি করে লঞ্চ, ওপেন টাইপ স্পীডবোট, ফাইবার বডি ট্রলার ও প্রয়োজনে বিশেষ বিশেষ সময় একটি কেবিন ক্রুজারও রয়েছে। টহলকালে বন, বন্যপ্রাণি সংক্রান্ত সকল ধরনের অপরাধ দমন ছাড়াও বন ও মৃত বা জীবিত সকল ধরনের বন্যপ্রাণি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। টহলের তথ্য-উপাত্ত সমূহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনায় অবস্থিত জিআইএস ল্যাবে প্রক্রিয়াজাত করা হয়। আর এ তথ্য-উপাত্তকে ভিত্তি করে প্রতি মাসে প্রকাশ করা হয়েছে সুন্দরবন সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন। এই অভিযান চলাকালে আইন ভঙ্গ করে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ রোধ ও অপরাধীরা বনের কোন অংশে কি ধরনের অপরাধ করছে তা সঠিক ভাবে চিহ্নত করে সাজা দেয়া সহজতর হয়েছে বলে জানিয়েছে সুন্দরবন পশ্চিম বিভাগ। সুন্দরবনের স্মার্ট পেট্রলিং কার্যত্রম বর্তমানে চলছে বন বিভাগের অর্থায়নে। বন বিভাগ সুত্রে জানা যায়, প্যানথেরা নামক একটি আন্তার্জাতিক সংস্থার প্রস্তুত করা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি টুলস ব্যবহৃত হচ্ছে স্মার্ট পেট্রোলিং অভিযানে। সংরক্ষিত সুন্দরবন এলাকা মনিটরিং ,তথ্য সংগ্রহ এবং রিপোর্টিংএ এই প্রযুক্তি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন বলে দাবী সুন্দরবন বিভাগের। এই স্মার্ট পেট্রোলিং পদ্ধতি বিশ্বের ৩১টি দেশ ১৪০টিরও বেশী স্থানে বাস্তবায়ন করছে। তথ্যমতে ্য ২০১৫ সালে এশিয়ার ১২টি জেডএসএল (জিওলোজিকাল সোসাইটি অব লন্ডন) সাইটে ১২ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি আফ্রিকার আট হাজার বর্গ কিলোমিটার এলাকার ১০টি সাইটে প্রয়োগের পর তার বাস্তবায়ন এলাকা ২০ হাজার বর্গ কিলোমিটারে পৌঁছেছে । এর মাধ্যমে ওই দু’টি মহাদেশে বাঘ, হাতি, সিংহসহ বিভিন্ন বন্য প্রাণি ও বনজ সম্পদ রক্ষায় স্মার্ট পদ্ধতি কার্যকর ভূমিকা রেখে চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, থাইল্যান্ড ইত্যাদি দেশের জাতীয় উদ্যান সমূহের জেডএসএল সাইটে স্মার্ট পেট্রোলিং পদ্ধতির ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় সুন্দরবনের স্মার্ট টিম ২০১৯ সালে নানা ধরনের বন অপরাধ কমানোর ব্যাপারে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, খুলনা রেঞ্জের স্মার্ট টিমের অভিযানে এক বছরের অনেক সাফল্য ছিল। বন অপরাধে স্মার্ট টিমের অভিযানে নানা ধরনেরতৎপরতায় বন অপরাধ কমে গেছে। এটি এখনও চলমান রয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও মোঃ বশিরুল আল মামুন বলেন, সুন্দরবন কেন্দ্রিক চোরাচালান, দস্যু দমন, বণ্যপ্রাণী পাচার রোধ এবং বনজসম্পদ ধ্বংস ঠেকানোর মত অপরাধ শূণ্যের কোঠায় আনতে স্মার্ট পেট্রলিং কার্যকর ভূমিকা রাখছে।