মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকেই শুরু হয় শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ ভোটাররা। তবে ভোট কেন্দ্র ও ভোট কেন্দ্রের বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। এদিকে জাল ভোট দিতে এসে দুটি কেন্দ্র থেকে৫জন পুলিশের হাতে আটক হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। ইউনিয়নের হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় ২ হাজার ৬২৮ জন ভোটার থাকলেও কেন্দ্রটিতে ৪ ঘন্টায় ভোট পরেছে ১১৬৬, কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো: বছিরউল্লাহ জানান, কেন্দ্রটিতে ৬ টি বুথ রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।ইউনিয়নের জামালদী সরকারি প্রাথমিক বিদ্যায়লে দেখাযায়, ২৯৩৬ভোটারের মধ্য ৬ শতাধিক ভোট দিয়েছে। এ কেন্দ্রের ভোট দিতে আসা আবদুর সাত্তার জানান, শান্তি পূন পরিবেশে ভোট দিতে পেরে আমি খুশি। দুপুরের দিকে ১নং গোয়ালগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের উপস্থিতি কম থাকায় অলস সময় পার করছেন পুলিশ ও আনসার সদস্যরা। প্রিসাইডিং কর্মকর্তা জানান, ভোটার উপস্থিতি কম থাকলেও সুষ্ঠ ও শান্তি পূর্ন পরিবেশ রয়েছে।উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, হোসেন্দী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৫৩ জন।এদিকে হেসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বিডিপিসহ আইনসৃংখলার প্রায় ৫ শতাধিক সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আবদুল মোমেন স্যারের নির্দেশে ও দিক নির্দেশনায় আমরা হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনটি অবাধ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারা তাদের পবিত্র ভোট দিয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গননার কাজ।
নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদন্ধিতা করেছে তাদের মধ্যে মনিরুল মিঠু-নৌকা, হাজী আক্তার হোসেন- মোটরসাইকেল, মমিন আলী-আনারস, কামাল সরকারÑঘোড়া ও রাছেল মিয়া-চশমা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যুর কারণে পদটি শূন্য হয়। ৩০ ডিসেম্বর এখানে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।