আগামী ৪ঠা জানুয়ারি, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে ছাত্রলীগের কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ আহ্বায়ক ইমদাদুল হক টিটু, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হোক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সেফার প্রমুখ। প্রস্তুতি সভায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।