রংপুরের পীরগাছায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে শীতার্থ অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কাল্ব এর ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র। উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হয়রত আলী মন্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম, ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, সেক্রেটারী আতিয়ার রহমান, ট্রেজারার তৌহিদুল ইসলাম, ডিরেক্টর আজমল হোসেন, সাইফুল ইসলাম, মোছাঃ মনোয়ারা বেগম, ছদরুল আলম, আজিজার রহমান, হাবিবুর রহমান, রমনাথ মহন্ত, রঞ্জন কান্দি গোস্মামী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫০ জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।