রংপুরের পীরগাছায় উপজেলা পুষ্টি পরিকল্পনা বিষয়ক সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জানো প্রকল্পের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান। এ সময় বক্তব্য দেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব ডাঃ মোঃ আবু আল হাজ্জাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান, জানো প্রকল্প ম্যানেজার মারুফ আহম্মেদ, কেয়ার বাংলাদেশ এর মাল্টিসেক্টোরাল গর্ভানেন্স ম্যানেজার গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম লেবু মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম, সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু প্রমুখ। এতে কমিটির সকল সদস্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি লিডার, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র কর্মকর্তাগণ অংশ নেন।