উপজেলা পর্যায়ে জেনারশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ এর অবহিতকরণ সেমিনার শ্রীমঙ্গলে অনু্ষ্িঠত হয়েছে।
সোমবার দিনব্যাপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত, জাতিসংঘ জনসংখ্য তহবিলের সহযোগীতায় এবং কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর কারিগরি সহযোগীতায় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে এই সেমিনার অনু্ষ্িঠত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগীতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এই প্রকল্পে অর্থায়ন করছে। ২০২০ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হবে।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
নাছিমা আক্তার নীপা'র সঞ্চালনায় সেমিনারে
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মনশ্রী দেব। পরে প্রকল্পের কার্যক্রম বিবরণী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্হাপন করেন জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মো. মিরাজুল ইসলাম। এরপর মুক্ত আলোচনা অনু্ষ্িঠত হয়।
সেমিনারে জানানো হয়, দেশের ৫টি জেলার ২১০ টি স্কুল ও ৪০টি মাদ্রাসায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। জেলাগুলো হচ্ছে-- মৌলভীবাজার, জামালপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি ও সিরাজগঞ্জ। মৌলভীবাজারে তিনটি উপজেলায় এ প্রকল্প কাজ করবে। সেগুলো হলো- মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও রাজনগর। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পটি এই ৫টি জেলায় ১০-১৯ বছর বয়সী ছেলেমেয়ে, বাবা-মা, শিক্ষক এবং সমাজের প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সরাসরি কাজ করবে।
সেমিনারে আরো জানানো হয়, যৌন ও প্রজনন স্বাস্হ্য ও অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সঠিক তথ্য, সচেতনতা, দক্ষতা এবং কৈশোর বান্ধব স্বাস্হ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্পটি লক্ষিত এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা, অনাকাক্সিক্ষত গর্ভধারণ, মাতৃমৃত্যুহার হ্রাস এবং এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত রোগের সংক্রমণ কমাতে ভুমিকা রাখবে।