পঞ্চগড়ের বোদায় সোমবার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগে সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এম’পি। হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকমন্ডলী, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা সহ বিভিন্ন পেশার মানুষজনেরা উপস্থিত ছিলেন।